নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লা মডেল থানা ও জেলা ডিবি পুলিশ গত ২৪ ঘন্টায় মাদকের অভিযান চালিয়ে মাদকসহ ৭ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছে ৩শত পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় । ১৮ আগষ্ট শুক্রবার রাতে ফতুল্লা থানাধীন মাদক সম্রাট বন্ধুক শাহীনের বাড়ির সামনে থেকে ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, গলাচিপা এলাকার মো. আলীর ছেলে মো. মহসীন (২২), বকুল হোসেনের ছেলে জাকির হোসেন (২১), লিটন মোল্লার ছেলে সিরাজুল ইসলাম মিদুল (২২)।
এছাছাড়াও ফতুল্লা পুলিশ এক বিবৃতিতে জানায়, একই তারিখে রাতে দাপা ইদ্রাকপুর শাহজাহান রি-রোলিং মিলস এলাকা হতে ১ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী হেনা আক্তারের ছেলে জাহিদকে (২৩) গ্রেফতার করে পুলিশের একটি টিম। এবং ফতুল্লার আলীগঞ্জ এলাকা হতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দাপা ইদ্রাকপুর এলাকার মৃত আক্কেল আলীর ছেলে রওশন আলী (৪২) ও আলীগঞ্জ মধ্যপাড়া এলাকার মৃত বরজাহান হোসেনের ছেলে আক্তার হোসেনকে (২১) গ্রেফতার করা হয়।
অপরদিকে, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ২ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পৃথক পৃথক ভাবে মামলা দায়ের করেছে।