নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় বিকাশের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার ৬ ফেব্রুয়ারী রাতের যে কোন সময় ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত চোরের দল দোকানে থাকা নগদ টাকা এবং বিভিন্ন কোম্পানির মোবাইল কার্ডসহ প্রায় দেড়লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার সকালে দোকান মালিক কামরুল হাসান দুলন নামের এক ব্যাক্তি ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে কামরুল হাসান দুলন উল্লেখ্য করেন, ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় অবস্থিত হক বাজারে মা টেলিকম নামের একটি বিকাশের মাধ্যমে অর্থ লেনদেনের দোকানসহ বিভিন্ন কোম্পানির মোবাইল কার্ডের ব্যবসা করে আসছে। গত রোববার রাতে প্রতিদিনের ন্যায় উক্ত প্রতিষ্ঠানটি বন্ধ করে বাসায় চলে আসে। গতকাল সোমবার সকালে দোকানে এসে দেখতে পায় তার ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভাঙ্গা। দোকানের ভিতরে গিয়ে দেখে যে, তার রক্ষিত নগদ ৯০ হাজার টাকা এবং বিভিন্ন কোম্পানির ৪২ হাজার টাকার মোবাইল কার্ড সহ প্রায় দেড়লাখ টাকার মালামাল অজ্ঞাত চোরের দল নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, উক্ত ঘটনায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়াসহ চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে।