নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় সন্ত্রাসী লিখন । মঙ্গলবার সকালে পাগলার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় পুলিশের ৩ সদস্য উপ পরিদর্শক সাইফুল আলম, সহকারী উপপরিদর্শক তাজুল ও কনেষ্টবল রোকন আহত হয়েছেন।
ফতুল্লা মডেল থানার ওসি (অপারেশন) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসী লিখনের পায়ে গুলিবিদ্ধ হয়। এর আগে তাকে রাতে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে বের হলে এ ঘটনাটি ঘটে। লিখনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।