নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় প্রেমের টানে ভাগিনা শাহিনের (১৮) হাত ধরে ঘর ছেড়েছে প্রবাসী শাহাদাতের স্ত্রী চাঁদনী। ঘটনাটি ঘটেছে বক্তাবলীর চর রাধানগর গ্রামে। এ ঘটনায় প্রবাসী শাহাদাতের স্বজনরা ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, বক্তাবলীর চর রাধানগর গ্রামের রফিক মিয়ার ছেলে শাহাদাতের সাথে বিয়ে হয় আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের চাঁদনীর সাথে। বিয়ের কয়েক মাস পর শাহাদাত সিংঙ্গাপুর চলে যায়। তার অনুপস্থিতিতে চাদঁনীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠে ভাগিনা চর রাধানগর গ্রামের শাহ আলীর পুত্র শাহিনের সাথে। ৬ জুন ঈদুল ফিতরের পরের দিন ভাগিনা শাহিন তার চেয়ে বয়সে বড় মামী চাদঁনীকে নিয়ে প্রেমের টানে ঘর ছেড়ে অজানার উদ্দেশ্য পাড়ি জমায়।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, অভিযুক্তদেন গ্রেফতারের চেষ্টা অব্যাহত রযেছে।