ফতুল্লায় ধুতি পেচানো তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লার দাপায় বিপ্রু চক্রবর্তি (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৬ই জুন রবিবার সকাল ৯টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত ঠাকুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। নিহত বিপ্রু চক্রবর্তি (১৮) দাপা ইদ্রাকপুর এলাকার ঠাকুর বাড়ির বিনয় চক্রবর্তির ছেলে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই হুমুয়ন কবির (২) জানান, ধুতি কাপড় দিয়ে ফ্যানের সঙ্গে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় ছিলেন বিপ্রু চক্রবর্তি। সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিহতের পরিবারের কেউ বলতে পারেনি। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

add-content

আরও খবর

পঠিত