নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফতুল্লার কুতুবআইল এলাকায় দুই ফার্মেসীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে। এসময় বিপুল পরিমাণ অবৈধ ওষুধ ধ্বংস করা হয়। রবিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম।
জেলা ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান, জেলা প্রশাসন, ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং জেলা পুলিশের সমন্বয়ে নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে সরকারি ওষুধ, ফুড সাপ্লিমেন্ট, মিসব্যান্ডেড ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করা করার অপরাধে জুয়েল ফার্মেসীকে ১০ হাজার ও সোহরাব মেডিক্যাল হলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অভিযানে জব্দকৃত ২০ হাজার টাকা মূল্যের অবৈধ ওষুধ ধ্বংস করা হয়।