নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লার কাশীপুরে দিনে-দুপুরে দুর্র্ধর্ষ চুরি হয়েছে। অজ্ঞাত চোরের দল ঘরের তালা ভেঙে নগদ পৌনে ৬ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। ৬ আগস্ট বৃহস্পতিবার কাশীপুর খিলমার্কেট উত্তর গোয়ালবন্দ এলাকার নজরুল ইসলাম বিপুর বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার এস আই আমজাদ হোসেন অভিযোগের বরাত দিয়ে জানান, উত্তর গোয়ালবন্দ এলাকার নূর মিয়া নবাবের পুত্র গৃহকর্তা নজরুল ইসলাম বিপু গত ৪ আগস্ট মঙ্গলবার পরিবার পরিজন নিয়ে বাংলাবাজার শশুর বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে তিনি ঘর তালাবদ্ধ করে কর্মস্থলে যান। কিন্তু দুপুরে বাড়িতে ফিরে দেখেন বাড়ির কেচি গেইটের ও ঘরের তালা ভাঙা। পরে তিনি দেখেন তার ওয়ার ড্রবে রাখা ৫ লাখ ৭৫ হাজার টাকা ও আলমারিতে রাখা ৫ ভরি স্বর্ণালংকার নেই।
এ প্রসঙ্গে নজরুল ইসলাম বিপু জানান, ৫তলা ভবনের ৪র্থ তলায় পাশের ফ্লাটের ভাড়াটিয়া পরিবার পরিজন নিয়ে ঈদের আগের দিন গ্রামের বাড়িতে চলে যাওয়ায় ৪র্থ তলাটি পুরোই খালি ছিলো।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করছে।