ফতুল্লায় ডকইয়ার্ড-ইটভাটাসহ ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় ধলেশ্বরী নদীতে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এদিন ৩টি ডকইয়ার্ডের আংশিক, ১২টি ইটভাটার বাঁশের পাইলিং, একটি তেলের পাম্পের বাঁশের পাইলিং, ২টি পাকা ভবন, ৬টি ইটভাটার মাটির স্তুপসহ প্রায় ২৫টি কাঁচা ও পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফতুল্লা থানার বক্তাবলী এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় নদী দখল করে মাটি ভরাট করে ডকইয়ার্ডের বল্কহেট তৈরি করায় ইটভাটা ব্যবসায়ী তৈয়ব আলীকে ৩০ হাজার টাকা জরিমান করা হয়েছে। এসময় কমপক্ষে ২ একর জমি দখলমুক্ত করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়।

এদিকে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, নদী দখলকারীরা প্রভাবশালী হলেও তাদের ছাড় নেই। নদী দখলকারীদের বিরুদ্ধে অভিযান চলবে।

add-content

আরও খবর

পঠিত