ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলে ও বৃদ্ধ মাকে মারধর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফতুল্লা থানাধীন কুদ্দুছ আলীর পুত্র আশকর আলী (৪০) ও তার বৃদ্ধ মাকে নীলাফুলা ও বেদনাদায়ক জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২১ই মে রবিবার সন্ধ্যা ৬ টায় ফতুল্লার চর বয়রাগাদী এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, ২০/২৫ দিন পূর্বে আশকর আলীর মামা মোঃ মনির হোসেন জমি সংক্রান্ত বিরোধে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা নং-৮৩/১৭ দায়ের করেন।

এই জের ধরে আশকর আলীর মামা মনির হোসেন মামলা করায় ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে চর বয়রাগাদী এলাকার মান্নান সিদ্দিকের ছেলে মাইন উদ্দিন @ পিস্তল  মাইন উদ্দিন (৪০), মৃত:-দুদু মিয়ার ছেলে জজ মিয়া @ মতিউর রহমান (৫০), মৃত; আজমত আলীর ছেলে শিবলী (৪৬) ও ইলিয়াছ ফারুক (৫৫), জজ মিয়ার ছেলে মিলন(২২) রাস্তা ঘাটে ও বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ২১/০৫/২০১৭ ইং সন্ধ্যা ৬ টায় আশকর আলী রাস্তার উপর অবস্থানকালীন সময় সন্ত্রাসীরা সঙ্গবদ্ধভাবে লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়ি মারধর করে আশকর আলীর শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে।

আশকর আলীর ডাক চিৎকার শুনিয়া বৃদ্ধা  মা মাজেদা বেগম আগাইয়া আসিলে তাকে ও এলোপাথারি মারধর করিয়া নীলাফুলা জখম করে। মারধরে এক পর্যায়ে সন্ত্রাসীদের মধ্যে অবস্থানকারী মাইন উদ্দিন @ পিস্তল মাইন উদ্দিন বৃদ্ধার চুলের মুঠি ধরিয়া মাটিতে ফেলে লাথি মেরে আঘাত করে। হাত ভেঙ্গে ফেলার উদ্দেশ্যে আঘাত করলে বৃদ্ধার বাম হাতে মারাত্বক আঘাত পান। আশকর আলী ও তার বৃদ্ধা মায়ের ডাক চিৎকারে লোকজন আগাইয়া আসিলে সন্ত্রাসীরা প্রাণ নাশের হুমকি দিয়া পালিয়ে যায়। বৃদ্ধা মাজেদা বেগম মারাত্বক জখম হওয়ায় তার স্বজনরা খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা করান।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার এসআই আতাউর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করব।

add-content

আরও খবর

পঠিত