নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় ছেলেধরা সন্দেহে শেফালি বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জুলাই) সকালে ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শেফালি বেগম কুড়িগ্রামের বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, সন্দেহমূলক আচরণের কারণে শেফালি বেগমকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, শেফালি বেগম কুড়িগ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ চলছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।