ফতুল্লায় ছাত্রদের বিনামূল্যে সুন্নাতে খাৎনা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ৭ জানুয়ারী ফতুল্লার লালপুর কানন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের উদ্যোগে প্রতিষ্ঠানের ১৮ বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্রদের বিনা মূল্যে ঔষধ ও সুন্নাতে খাৎনার অনুষ্ঠান সম্পন্ন করেছে।

এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ৪ আসনের এম পি নারায়নগঞ্জের উন্নয়নের রূপকার আলহাজ্ব এ.কে.এম. শামীম ওসমান উপস্থিত থাকার কথা থাকলেও সে সরকারী কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেনি। তাৎক্ষনিকভাবে সভায় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহন করেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (সার্বিক) মো. মজিবুর রহমান।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ্যাড. মোহাম্মদ আলগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ,ফতুল্লা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু,রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান,মানবাধীকারকর্মী হাজী সেলিম রেজা,রিপন ফকির,হাজী মোশাররফ হোসেন, মিজানুর রহমান মিজান প্রধান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানের পরিচালক মো. মহিউদ্দন রানা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এ.আর. কুতুবে আলম । আপ্যায়নে ছিলেন, প্রতিষ্ঠানের সহকারী অধ্যক্ষা সৈয়দা আকলিমা খাতুন,সহকারীশিক্ষক মো.জসিম উদ্দিন, মো. শরিফ হাসান,নিপু হাসান , মনোজ ঘরামী,আব্দুর রহমান,সহকারী শিক্ষিকা তানিয়া আক্তার, মাহমুদা আক্তার, শাহনাজ আক্তার, বিলাসী রানী দাস, জিয়াসমীন আক্তার এবং স্কাউট দলের ছাত্রছাত্রীরা। কক্ষ নিয়ন্ত্রণে ছিলো,চতুর্থ শ্রেনির কর্মচারী মরিয়ুম আক্তার দপ্তরী, মো. কালু হোসেন।

ডা: মো.শাহজাহানের নেতৃত্বে স্বেচ্ছা খৎনা কার্যক্রম ফাউন্ডেশন মিরপুর সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলেসহ দেড় শতাধিক ছাত্রদের ফ্রি সুন্নাতে খাৎনা করানো হয়। কানন স্কুল ছাড়াও  স্থানীয় অন্যান্য স্কুলের ছাত্রদের সুন্নাতে খাৎনা করানো হয়।

add-content

আরও খবর

পঠিত