ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরনে মা ও তিন শিশু দগ্ধ হয়েছেন। শনিবার ( ৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার ওই বাসায় এ ঘটনাটি ঘটে। রাত পৌনে ১০টার দিকে চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধ চারজন হলেন, ফাতেমা বেগম (৩৫) এবং তার তিন সন্তান সাফওয়ান (৫), ফারিয়া (৯) ও রাফি (১১)।

স্থানীয়রা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর ঘরের মধ্যে আগুন ধরে যায়। এতে ফাতেমা ও তার তিন সন্তান দগ্ধ হয়। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, চারজনের শরীরই মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

add-content

আরও খবর

পঠিত