ফতুল্লায় কিলার বাবু গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : ফতুল্লায় রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৩০) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ই আগস্ট রাতে থানার লালপুর পৌষার পুকুরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। কিলার বাবু লালপুর পৌষার পুকুরপাড়ের হাফিজউদ্দিনের ছেলে।

সোমবার রাতে ফতুল্লার লালপুর এলাকায় ওয়ারেন্ট ভুক্ত আসামীদের ধরতে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করলে দৈাড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিলার বাবু। পুলিশও তার পিছনে পিছনে দৈাড়ে তাকে আটক করে।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ কামালউদ্দিন জানান, কিলার বাবু থানার তালিকাভুক্ত সন্ত্রাসীদের একজন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

add-content

আরও খবর

পঠিত