নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পূর্ব ঘোষণা অনুযায়ী ফতুল্লার পাইকপাড়া এলাকার ৮ হাজার মানুষের মধ্যে চাষকৃত মাছ বিতরণ করলেন নসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ৮ হাজার এলাকাবাসীর মাঝে ২ কেজি পরিমাণ মাছ প্রত্যেকের হাতে তুলে দেন কাউন্সিলর আব্দুল করিম বাবু।
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৭নং ওয়ার্ড পাইকপাড়া এলাকার তিনটি পরিত্যাক্ত পুকুর পরিষ্কার করে তাতে মাছের চাষ করেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। পুকুরগুলো হলো পাইকপাড়া বড় কবরস্থান, জয়গোবিন্দ স্কুল সংলগ্ন পুকুর ও পাইকপাড়া ব্যাঙ্গের ঘাটলা পুকুর। উক্ত তিনটি পুকুর দীর্ঘদিন যাবত পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিলো। যেখানে দিনদিন ময়লা আবর্জনার স্তূপ বেড়েই চলছিলো। এ অবস্থায় চলতি বছর আব্দুল করিম বাবু পুকুরগুলো পরিষ্কার করান। এরপর নিজ অর্থায়নে উক্ত তিনটি পুকুরে মাছ চাষ করে, মাছের খামার তৈরী করেন। মাছ চাষের সময়ই তিনি ঘোষণা দেন উক্ত তিনটি পুকুরে চাষকৃত মাছ বড় হলে তা এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হবে।
এ বিষয়ে আব্দুল করিম বাবু বলেন, পুকুর তিনটি দীর্ঘদিন যাবত অবহেলায় পরে ছিলো। আমি নিজ উদ্যোগে পুকুর পরিষ্কার করি এবং সেখানে মাছের চাষ করি। আমি প্রথমেই ঘোষণা করে ছিলাম, খামারের মাছ আমার এলকাবাসীর। মাছ বড় হলেই আমি তা এলাকাবাসীর মাছে বিতরণ করবো। সে অনুযায়ী আমি কিছুদিন আগে ৮ হাজার স্লীপ এলাকাবাসীর বিতরণ করে রেখেছিলাম। সোমবার সে স্লীপ অনুযায়ী প্রত্যেক এলাকাবাসীর মাঝে ২ কেজি পরিমাণের মাছ বিতরণ করেছি।