ফতুল্লায় ইলেক্ট্রিক মিস্ত্রীকে হত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় নুর ইসলাম নামের এক ইলেক্ট্রিক মিস্ত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সকালে কাশিপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর এলাকায় তার বাড়ি থেকে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম, স্ত্রীর দুই ভাই মোজাফফর ও শাহজালালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, এলাকার মৃত জলিল বেপারীর ছেলে নুর ইসলাম স্ত্রীর জায়গায় বাড়ি করে স্ত্রী সহ দুই ছেলে ও ১ মেয়ে নিয়ে বাস করতেন। প্রায় সময় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া হতো।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক  সৈয়দ আজিজুল হক জানান, নুরুল ইসলামের মরদেহ ঝুলন্ত অবস্থায় রাখলেও তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও স্ত্রীর দুই ভাইকে আটক করা হয়েছে। দ্রুত রহস্য উদঘাটনে জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

add-content

আরও খবর

পঠিত