নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে অজ্ঞাতনামা এক যুবক (২৫) এর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের পকেট থেকে একটি মাদ্রাসার নাম লেখা চাবির রিং উদ্ধার করা হয়। রবিবার কুতুবপুরের নন্দলালপুরের কাকলী ডাইংয়ের পেছনের এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয় । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এসময় ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজালাল উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবপুরের নন্দলালপুর এলাকার কাকলী ডাইং সংলগ্ন মন্তাজ উদ্দিন সড়কে মাদক সেবীদের অত্যাচার যেমন রয়েছে, তেমনি রয়েছে ছিনতাইকারীদের উৎপাত। রাতে সড়কে আলোর ব্যবস্থা করা হলেও ইতিপূর্বে ছিনতাইকারী ও মাদক সেবীরা বাতিগুলো ভেঙ্গে ফেলেছে। যার কারণে এই সড়কে মানুষ চলাফেরা করে অনেকটা আতংকে।
এ সড়কে রাতের বেলা পুলিশ টহল থাকেনা বললেই চলে। অপরাধীরা পাড় পেয়ে যায় বলেই অপরাধ সংগঠিত করে। রবিবার রাতে একজন পথচারী সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে। এসময় আশপাশের লোকজন ফতুল্লা থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিদারুল আলম বলেন, ধারণা করা হচ্ছে রোববার সন্ধ্যা নাগাদ তাকে ঘটনাস্থলেই গলাকেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।