নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার লালখাঁ এলাকায় সুমা সরকার (১৮) নামের এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনা ঘটেছে বুধবার (১০জানুয়ারী) সকাল ৯টা থেকে ১১টার মধ্যে যেকোন সময়।
এ ব্যাপারে আত্মহননকারীর বাবা রন্তু সরকার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
এলাকা সূত্রে জানাযায়, ফতুল্লা থানাধীন লালখাঁ এলাকার রন্তু সরকার বসবাস করে তার পরিবার নিয়ে। তার মেয়ে সুমা সরকার ১০ জানুয়ারী সকাল ৯টা থেকে ১১টার মধ্যে যেকোন সময় গোপনে নির্জনে বাসার ফ্যানের সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেছে।