ফতুল্লার আলীগঞ্জ ও পাগলা হাটে কে দিবে বাজিমাত !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন ঈদুল আজহায় পশু কোরবানী উপলক্ষে মোট ৬টি পশুর হাট শুরু হতে যাচ্ছে। এর মধ্যে ফতুল্লায় একটি বাৎসরিক হাট হলেও বাকী ৫টি অস্থায়ী হাট মাত্র ৩দিনের জন্যে বসার অনুমতি দিয়ে ইজারা দরপত্র আহবান করেছে সদর উপজেলা পরিষদ কার্যালয় থেকে।

এতগুলো হাটের মধ্যে প্রতিবারের মত আলোচনায় আসে যে হাটগুলো তার মধ্যে আলীগঞ্জ হাট অন্যতম। এবারও এর ব্যাতিক্রম ঘটেনি। বরাবরের মত সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশের সমর্থকদের মধ্যে হাটের শিডিউল নিয়ে তুমুল বাক-বিতন্ডা হয়েছে। তবে উভয় পক্ষই শিডিউল সংগ্রহ করতে সমর্থ্য হয়েছে। আগামী ২১ জুলাই শিডিউল জমা দেয়ার সময় নির্ধারিত রয়েছে। গতবার দুই পক্ষের প্রতিযোগিতায় ৬০ লাখ টাকার হাট কোটি টাকায় ইজারা নিয়েছে ফাতেমা মনির- মনির উদ্দিন গং। তবে এবার ফলাফল কোথায় গিয়ে দাড়ায় তা দেখতে ২১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে এবার আলোচনায় রয়েছে পাগলা তালতলা প্যারাডাইস সিটি মাঠের গরুর হাট ও শান্তিধারার রাজ্জাক বেপারীর মার্কেট সংলগ্ন গরুর হাটটিও। এতদিন নামমাত্র মূল্যে ইজারা নিয়ে অংশীদারসহ শুভাকাঙ্খিদের ঠকানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

জানা গেছে, এবার একটি প্রভাবশালী প্রতিপক্ষ বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করেছে হাটগুলোর শিডিউল। বেশী মূল্যে দরপত্র জমা দিয়ে ছিনিয়ে নিতে পারে হাটগুলোর ইজারা। ফলে রাজ্জাক বেপারী ও টেনুগংদের হাত ছাড়া হতে পারে হাটগুলো। তবে সবই জানা যাবে ২১ জুলাই ২টার পরে। পশুর হাটগুলো হচ্ছে কুতুবপুর ইউনিয়নে ৩ টি, কাশিপুরে ১টি ও বক্তাবলীতে ১টি। হাটগুলো হলো-আলিগঞ্জ নদীর পাড় মৃত হাফেজ মুক্তার এর নিজস্ব ভূমি, শান্তিধারা এলাকার হাজী আব্দুর রাজ্জাক বেপারী মার্কেট সংলগ্ন খালি মাঠ এবং পাগলা তালতলা সংলগ্ন প্যারাডাইস সিটি মাঠ। কাশিপুর ইউনিয়নের একমাত্র হাট হচ্ছে কাশিপুর ভূমি অফিস সংলগ্ন ক্লাব মাঠ। অপরদিকে বক্তাবলী ইউনিয়নের একমাত্র হাট হচ্ছে রাজাপূর গ্রামে।

add-content

আরও খবর

পঠিত