ফতুল্লায় দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী নাজমুল গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী নাজমুল ইসলামকে‌ গ্রেপ্তার ক‌রে‌ছে র‍্যাব -১১। অ‌ভিযুক্ত নাজমুল ফতুল্লা পুর্ব লামাপাড়া এলাকার বা‌সিন্দা। তার বাড়ির ভাড়াটিয়া ছি‌লেন ভুক্ত‌ভোগী নারী। ত‌বে বি‌ভিন্ন সময়ই ভাড়া‌টিয়াকে কু পস্তাব দি‌তো ব‌লে দাবী ক‌রে‌ছেন ভুক্ত‌ভোগী নারী।

বৃহস্প‌তিবার ২৭ ফেব্রুয়ারী সন্ধ‌্যায় সিদ্ধিরগ‌ঞ্জের আদমজীনগর র‌্যাব সদর দপ্তর প্রাঙ্গ‌ণে সংবাদ স‌ম্মেলন ক‌রে ভুক্ত‌ভোগী‌র মামলা এজাহারের ভাষ‌্য জা‌নান র‌্যাব ১১ এর অ‌ধিনায়ক লেফ‌টে‌ন‌্যান্ট ক‌র্ণেল এইচ এম সাজ্জাদ হো‌সেন।

তি‌নি জানান, ভুক্ত‌ভোগীরা ফতুল্লা থানায় মামলা দা‌য়ের ক‌রে‌ছেন। আসামী‌দের ম‌ধ্যে ২জন‌কেই আমরা গ্রেপ্তার কর‌তে সক্ষম হ‌য়ে‌ছি। একজ‌ন নাজমুল অপর সহযোগী র‌নি। আসামী‌দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। র‌্যাব  প্রতিষ্ঠার পর থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

 র‌্যাব -১১ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব লামাপাড়া এলাকায় বসবাসরত মো. নাজমুল ইসলাম ও তার সহযোগীরা ভিকটিমের স্বামী কাজী সাজ্জাদুল ইসলামকে তার ভাড়া বাসার সামনে থেকে ধরে নিয়ে গিয়ে মারধর করে। এ সময় তারা তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ও নগদ ১ হাজার টাকা ছিনতাই করে। এ ঘটনার ভিডিও তারা মোবাইলে ধারণ করে।

 

 

add-content

আরও খবর

পঠিত