ফটো সাংবাদিক কচি গুরুতর অসুস্থ্য, সকলের দোয়া কামনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আবারো গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছেন  নারায়ণগঞ্জের সিনিয়র ফটো সাংবাদিক ও দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার সম্পাদক মাহমুদ হাসান কচি । ২৫ নভেম্বর রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসেন।

পরিবারিক সূত্রে  জানা যায়,  গত সপ্তাহে তিনি পূণরায় অসুস্থ্য হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ডা. ইয়ার ই মাহাবুব এর অধিনে চিকিৎসা করান।

সাংবাদিক মাহমুদ হাসান কচির চিকিৎসক জানিয়েছেন, তার হার্টের ৪টি নালি ব্লক হয়ে গিয়েছে। অতিদ্রুত ওপেন হার্ট সার্জারী করার জন্য পরামর্শ প্রদান করেন।

এ বিষয়ে সাংবাদিক মাহমুদ হাসান কচির পরিবারের পক্ষ থেকে জানান,  সাংবাদিক কচির  শারিরীক অসুস্থ্যতার জন্য দেশ বাসীর নিকট দোয়া কামনা করি । তিনি খুব তাড়াতাড়ি যেন সুস্থ্য হয়ে দেশবাসীর কল্যানে সাংবাদিকতার কাজে নিয়োজিত হয়ে  কাজ করতে পারে তাই সকলের প্রতি দোয়া কামনা করছি।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ হৃদরোগ ও ব্রেন সমস্যায় আক্রান্ত হওয়ার কারনে গত  ৯ নভেম্বর শুক্রবার সকাল ১০টার রিজেন্ট এয়ারওয়েজ এর বিমানে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান। মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. ডি রয় এর তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন মাহমুদ হাসান কচি  ।

add-content

আরও খবর

পঠিত