নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : প্রতিবন্ধী ও এতিম সন্তান বুলবুল আহম্মেদ রুবেল নামে এক ছেলেকে শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মেরে হাত–পা ভেঙ্গে দেয় দূর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ক্লিনিকে নিয়ে এক্সে করলে রিপোর্টে দেখা যায় তার দুর্বৃত্তদের মারধরের আঘাতে হাড় ভেঙ্গে গিয়েছে। রুবেল একটি পত্রিকায় অফিস সহকারী (পিয়ন) হিসেবে দায়িত্ব পালন করতো।
নারায়ণগঞ্জের সরকারি ২টি হাসপাতালে প্লাস্টার না থাকার কারণে একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গিয়ে তাকে প্লাস্টার করানো হয়। বেসরকারী ক্লিনিকে ২ দিন রাখার পর অর্থ সংকটে সেখান থেকে নিয়ে এসে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন।
যদি কোন হৃদয়বান ব্যক্তি চিকিসাৎ বাবদ তাকে সহযোগীতা করতে চান তাহলে সরাসরি গিয়ে দিয়ে আসতে পারবেন। রুবেল আহম্মেদ, ভিক্টোরিয়া হাসপাতাল ৩য় তলা কক্ষ নং : ৩০৩ অথবা বিকাশ নাম্বারে দিতে পারবেন : ০১৯২১৭৪৭৭৮৮।