প্রয়াত সাংসদ পত্নী পারভীন ওসমানের মনোনয়ন ফরম সংগ্রহ : গুঞ্জন !

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( স্টাফ রিপোর্টার ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেননি প্রয়াত সাংসদ পত্নী পারভীন ওসমান। তবে সোমবার ( ১২ নভেম্বর ) দুপুর থেকে এমন গুঞ্জন চলছিলো যা নিশ্চিত নয়। এরআগে দলীয় চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশনায় তিনি নির্বাচনী মাঠে নেমেছিলেন। নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে চারবার নির্বাচিত সাংসদ প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিনী তিনি।

এ বিষয়ে জানতে চাইলে পারভীন ওসমান জানান, দলীয় চেয়ারম্যানের নির্দেশনায় মাঠে অবস্থান নিয়েছি। এখনো আছি এবং থাকবো। নির্বাচনের জন্য আমি এখনো মনোনয়ন ফরম সংগ্রহ করেনি। তবে মনোনয়ন ফরম সংগ্রহ করলে আপনারা জানবেন।

প্রসঙ্গত, দুপুর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও গণমাধ্যমে পারভীন ওসমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এমন গুঞ্জন চলছিল। এতে করে অনেক নেতাকর্মীর মধ্যেই বিভ্রান্তের সৃষ্টি হয়। পরে বিশ্বস্ত সূত্রে কয়েকজনের সাথে যোগাযোগ করে জানা যায়, বিষয়টি সত্যি নয়। আর এর কোন সত্যতা পাওয়া যায়নি।

উল্লেখ্য, রোববার  (১১ নভেম্বর) রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তন থেকে নিজের মনোনয়নপত্র গ্রহণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো- চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল  আমিন হাওলাদার তাদের মনোনয়ন পত্র গ্রহণ করেন।

add-content

আরও খবর

পঠিত