নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : প্রি-পেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে প্রি-পেইড মিটার সংযোগ প্রতিরোধ কমিটির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই শনিবার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেল-স্টেশন সংলগ্ন বিকাল ৪টায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পঞ্চায়েত কমিটি, মসজিদ কমিটি, নাগরিক কমিটি এবং এলাকাবাসী সম্মেলিত ভাবে কুতুবপুর এলাকা থেকে প্রি-পেইড মিটার সংযোগ বিচ্ছিন্ন করার দাবীতে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশকালে বক্তারা বলেন, আজকের সমাবেশ রাষ্ট্রের বিরুদ্ধে না প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে। কুতুবপুরের জনগন প্রি-পেইড মিটার চায় না সরকারের কাছে এই এলাকাবাসীর দাবী অবিলম্বে প্রি-পেইড মিটার সংযোগ বিচ্ছিন্ন করা হোক।
প্রি-পেইড মিটার সংযোগ প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক শহীদুল্লাহ্ মিয়া বলেন, আমরা সরকার বিরোধী আন্দোলন করবো না। কোন রাজনৈতিক বিরোধী আন্দোলন করবো না আমরা প্রি-পেইড মিটারের জন্য যেই টাকা দেবার কথা আমরা সেইটা দিতে প্রস্তুত আছি কিন্তু অতিরিক্ত টাকা আমরা দিবো না। আমরা সব সময় বিদ্যুৎ এর ন্যায্য বিল দেই কিন্তু আমাদের বাসায় প্রি-পেইড মিটারের জন্য অতিরিক্ত বিল দিতে হয়। আমরা বলে এসেছি অতিরিক্ত টাকা দিবো না প্রি-পেইড মিটারের জন্য। উনারা মনে করেছে আমরা ঘুমিয়ে গেছি কিন্তু আমরা ঘুমাই নাই। প্রি-পেইড মিটার সংযোগ বিচ্ছিন্ন করা এইডা আমাদের কমিটির একার কাজ না। এলাকাবাসী এক সাথে মিলিত হলে আমরা প্রি-পেইড মিটার বন্ধ করতে পারবো তার জন্য আপনারা এগিয়ে আসুন। আমরা কুতুবপুরবাসী প্রি-পেইড মিটার চাই না। আমাদের দাবী আপনারা আমাদের বাঁচান আমরা গরীব এলাকার মানুষ।
কুতুবপুর এলাকাবাসীর উপস্থিতে বাসদ নেতা ও প্রি-পেইড মিটার সংযোগ প্রতিরোধ কমিটির সদস্য মো: কাদিরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, রসুলপুর পঞ্চায়েত কমিটির সভাপতি ও প্রি-পেইড মিটার সংযোগ কমিটির যুগ্ন আহবায়ক হাজী মো: হাফিজ উদ্দীন হাওলাদার, পশ্চিম রসুলপুর মসজিদ কমিটির সভাপতি মো: লাল মিয়া,ইসলামিয়া বাজার মসজিদ কমিটির উপদেষ্টা মো: মোক্তার হোসেন দিদার,ভাড়াটিয়া সমিতির সভাপতি বাহারামে সুলতান বাহার,কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির সদস্য সচিব এস.এম.কাদির সহ প্রমুখ।