প্রশ্ন ফাঁস মহামারী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জিহাদী বলেছেন, আমরা সকলেই জানি ২০১২ সাল থেকে ব্যাপক আকারে প্রশ্নফাঁস হচ্ছে। অথচ শিক্ষা মন্ত্রানালয় শুরু থেকেই তা অস্বীকার করে আসছে। সারা দেশে প্রশ্নপত্র ফাঁস আজ মহামারী আকার ধারন করেছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আয়োজনে চলমান এসএসসি ও সমমান সহ সকল পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আনোয়ার হোসেন জিহাদী আরো বলেন, প্রশ্নপত্র ফাঁস এখন রুটিন মাফিক একটি বিষয় হয়ে পড়েছে। চলমান এসএসসি পরীক্ষার সাতটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। অথচ এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা হচ্ছে না। আমরা বলতে চাই প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুহাম্মদ ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইশা যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, মহানগর সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন খালিদ, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মাওলানা ফারুক হোসাইন, ই’শা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি শিব্বির আহমেদ, শফিকুল ইসলাম, আব্দুর রশীদ, আব্দুল হান্নান সহ প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত