নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী মমতাময়ী তিনি এতিমের কষ্ট সব সময় বুঝেন। প্রধানমন্ত্রী শুরু থেকেই তল্লায় মসজিদ ট্রাজেডির ঘটনায় পোড়া রোগীদের খেয়াল রাখেন। উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেন। বিনামূল্যে শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ৩৭ জন পোড়া রোগীর চিকিৎসা হয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন। যারা নিহত হয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং যারা চিকিৎসাধীন তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সেজন্য দোয়া করবেন।
২৭ সেপ্টেম্বর রবিবার বেলা ৩টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৫ লাখ টাকার চেকগুলো প্রদানের আগ মুহুর্তে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
এ সময় ৩৫ পরিবারকে ৫ লাখ টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোট ১ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেয়া হয়েছে । প্রতিটি পারিবারকে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকার চেকগুলো প্রদান করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।
এছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল হাই সহ অন্যান্যরা।
এমপি শামীম ওসমান আরো বলেন, সিস্টেমের ভেতরে যারা আছে তারাই সিস্টেম ভাঙ্গে। নারায়ণগঞ্জে বাড়ি নির্মানের পারমিশন দেওয়ার কথা রাজউকের কিন্তু দিচ্ছে অন্য কেউ। রহমতউল্লাহ ইন্সটিটিউটের সভাপতি ডিসি কিন্তু ভাঙছে অনেকে। রক্ষক হয়ে গেছেন ভক্ষক।