প্রধানমন্ত্রী’র দেয়া ১ কোটি ৭৫ লাখ টাকা পেলো ক্ষতিগ্রস্থ ৩৫ পরিবার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহত ৩৫ পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর রবিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকার চেকগুলো প্রদান করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান।

চেক প্রদান অনুষ্ঠান শামীম ওসমান বলেন, আমরা এখনো বুঝতে পারছি না যে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। এখনো মানুষ চুরি করছে। স্বাস্থ্যখাতে এখনো চুরি হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবো ততক্ষণ এগুলো চলবেই। সিস্টেমের ভেতরে যারা আছে তারাই সিস্টেম ভাঙ্গে। নারায়ণগঞ্জে বাড়ি নির্মাণের পারমিশন দেওয়ার কথা রাজউকের কিন্তু দিচ্ছে অন্য কেউ। রহমতউল্লাহ ইন্সটিটিউটের সভাপতি ডিসি কিন্তু ভাঙছে অনেকে। রক্ষক হয়ে গেছেন ভক্ষক।

শামীম ওসমান আরো বলেন, আমার পরিবারের বেশীর ভাগ সদস্য করোনায় আক্রান্ত। আমার স্ত্রী হাসপাতালে ভর্তি। সারারাত ঘুমাইনি। তার পরেও আমি এসেছি আজকে শুধুমাত্র ভালো লাগার জন্য। যারাই মারা গেছেন আমি মনে করি তারা ইতোমধ্যে বেহেশতের দরজায় পৌছে গেছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল হাই সহ অন্যান্যরা।চেক বিতরণ শেষে প্রধানমন্ত্রীর সুস্থ্যতা, দেশ ও জাতির মঙ্গল কামনা সহ উল্লেখিত ঘটনায় হতাহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ চলাকালে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ অগ্নিদগ্ধ হন।

add-content

আরও খবর

পঠিত