নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বিশ্বকাপের আগেই বান্ধবী অর্পাকে বিয়ে করেছেন সাব্বির রহমান। ক্রিকেট খেলায় ব্যস্ত থাকায় বিবাহোত্তর সংবর্ধনা করতে পারেননি। জাতীয় দলের এখন কোনো খেলা নেই, আর সেই সুযোগেই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন সাব্বির।
১৭ আগস্ট শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হবে সাব্বিরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। তাই ১৬ আগস্ট শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীকে বিয়ের দাওয়াত দিয়েছেন সাব্বির রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম
আমন্ত্রণপত্র কার্ডের বিষয় প্রেস সচিব জানান, শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার হাতে বিয়ের দাওয়াতপত্র তুলে দেন সাব্বিরের পরিবারের সদস্যরা।
তিনি আরো বলেন, আমন্ত্রণপত্রটি ছিল একটি পাখির খাঁচার মধ্যে। যার মাধ্যমে বিয়ের পর তাকে খাঁচায় বন্দি করা হবে বলে হেসে প্রধানমন্ত্রীকে এরকম আমন্ত্রণ করার কারণ ব্যাখ্যা করেন সাব্বির। আমন্ত্রণপত্র গ্রহণকালে প্রধানমন্ত্রী জীবনের নতুন ইনিংসে তার সাফল্য কামনা করে তাকে আশির্বাদ করেন।
জানা যায়, ১৭ আগস্ট শনিবার রাজধানীর একটি কনভেনশন হলে হলুদ দিয়ে শুরু হবে সাব্বির-অর্পার বিবাহ অনুষ্ঠান। ১৮ আগস্ট কনেপক্ষের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। একদিন বাদে ২০ তারিখ হবে বৌ-ভাত। এরপর স্ত্রীকে নিয়ে নিজ গ্রাম রাজশাহীতে যাবেন তিনি। সেখানে নিজের এলাকায় ২৫ আগস্ট আরেকটি বৌ-ভাত অনুষ্ঠানের বন্দোবস্ত করেছেন মিডলঅর্ডার এই ব্যাটসম্যান। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এরই মধ্যে বিসিবি থেকে ১০ দিনের ছুটি নিয়েছেন সাব্বির রহমান। সব আনুষ্ঠানিকতা সেরে আগামী ২৮ আগস্ট টাইগার ক্যাম্পে যোগ দেবেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
সাব্বিরের স্ত্রী অর্পা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত মার্চে বাবা-মা ও কাছের কয়েকজন আত্মীয়স্বজনকে নিয়ে ঘরোয়া পরিবেশে আকদ হয়েছিল সাব্বির-অর্পার।
উল্লেখ্য, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় সাব্বিরের। একই বছরের নভেম্বরে ওয়ানডে খেলার সুযোগ পান তিনি। দুই বছর পর টেস্ট ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাটে অভিষেক হয় তার
জাতীয় দলের হয়ে ইতিমধ্যে ১১ টেস্ট, ৬৬ ওয়ানডে আর ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি আর ১৪টি ফিফটির সাহায্যে ২ হাজার ৭২০ রান করেছেন সাব্বির।