নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত আল রহমান লিংকন ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমি মরে গেলেও কিছু যায় আসে না। হয়তো আমার ছেলে, মেয়ে কাদঁবে, আমার স্ত্রী কাদঁবে। আমার আ:লীগের কর্মী ও না:গঞ্জ বাসী কাদঁবে। কিন্তু আমাদের নেত্রী প্রধাণ মন্ত্রী শেখ হাসিনার কিছু হলে পুরো বাংলাদেশ কাদঁবে। যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধুর সপ্নও মরে গিয়েছে। কিন্তু তা কখনো হবেনা। আজ আমাদের দলীয় নেত্রী ও প্রধাণমন্ত্রীর সুদক্ষতায় বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উচুঁ করে দাড়ানোর স্থান নেয়া সম্ভব হয়েছে। তাই সকলে প্রধাণমন্ত্রীর জন্য দোয়া করবেন। শনিবার ২৯ অক্টোবর বিকেলে না:গঞ্জ পৌর ওসমানী স্টেডিয়াম সংলগ্ন শামুসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নৌকার তৈরী মঞ্চে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক নির্মূল এবং আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত স্মরনকালের সর্ববৃহৎ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা আমাদের আদর্শের মা। তাই মাকে নিয়ে কিছু বলা হলে কখনই তা মেনে নেয়া যায় না। মেয়র আইভীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি কিভাবে বলেন আমি বিশ্বাস করি খালেদা জিয়া গণতন্ত্র বিশ্বাস করে, আর আমি বিশ্বাস করতে চাই শেখ হাসিনা ও গণতন্ত্র বিশ্বাস করে। আপনি কিভাবে নেত্রীর সম্পর্কে কটৌক্তি করেন। নেত্রী ব্যোপারে আপনি বলেন আমি বিশ্বাস করতে চাই। তাই আমি বড় ভাই হয়ে আর কি বলতে পারি। এখন সময় আছে নেত্রী ও সকলের সম্মূখে এসে ক্ষমা চান। আপনার মঙ্গল হবে।
আসন্ন নাসিক নির্বাচন প্রসঙ্গে শামীম ওসমান বলেনে, আনোয়ার হোসেন একজন ত্যাগী নেতা। বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নেত্রী শেখ হাসিনা যদি দলীয় প্রতীক নৌকা দেন তাহলে আনোয়ার ভাই মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আর তা নাহলে নেত্রীর সিদ্ধানকেই আমরা মাথা পেতে মেনে নিব।
শামীম ওসমানের এই বক্তব্যের সময় উপস্থিত দলীয় নেতাকর্মীরা দুই হাত তুলে মেয়র প্রার্থী হিসেবে মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনকে সমর্থন জানান।
শামীম ওসমান আরো বলেন, ৭৫ এর এর পর কোন কিছু চাওয়া পাওয়ার জন্য রাজনীতিতে আসি নাই। নারায়ণগঞ্জের মানুষ আমার দাদা, বাবা ও বড় ভাই প্রয়াত সাংসদ নাসিম ওসমানকে যেই সম্মান দিয়েছে তাতে আমার পরিবার ঋনী।
মঞ্চে উপবিষ্ট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহার সঞ্চালনায় সমাবেশস্থলে আগত নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানান। এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাটি এই শ্লোগানে মুখরিত হতে থাকে বিশাল সমাবেশ। মহাসমাবেশে নানা রংয়ের ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে জেলা, মহানগর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁ থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা যোগ দেয়।