নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিকদের প্রিয় সংগঠন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব তথা মহানগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ২১শে ফেব্রুয়ারি সোমবার প্রথম প্রহরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এতে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি ও এন.এ.এন টিভির নিউজ কো অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু এবং সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকনের তত্তাবধায়নে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সহ সাধারণ সম্পাদক দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক মো. শাহ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউসার, দপ্তর সম্পাদক দৈনিক অগ্রবানি পত্রিকার নির্বাহী সম্পাদক রাশিদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন.এ.এন টিভির স্টাফ রিপোর্টার বদরুজ্জামান রতন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন রাজিব, কার্যকরি সদস্য জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আসলাম হোসেন, টেলিগ্রাফ নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আরিফুজ্জামান আরিফ, মোহাম্মদ সাব্বির আহমেদ, কাজী রিয়াল সাব্বির সহ প্রমুখ।