পূজা মন্ডব ও মন্দিরের জন্য ১৯লাখ টাকা দিলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বর্তা ২৪ : ধর্ম যার যার উৎসব সবার- স্লোগানকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গায় পূজায় প্রতিবারের ন্যায় এবারেও সহযোগীতার হাত বাড়িয়ে পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এবছর সেলিম ওসমান তাঁর নিজ নির্বাচনী এলাকার আওতাধীন সিটি কর্পোরেশনের ১৭টি ওয়ার্ড ৭টি ইউনিয়ন পরিষদ এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ৭৪টি পূজা মন্ডবে আর্থিক সহযোগীতা প্রদান করেছেন। প্রতিটি মন্ডবে ২৫ হাজার টাকা করে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকার চেক হিন্দু নেতৃবৃন্দের হাতে তুলে দিয়েছেন। এছাড়াও পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন পালপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডরে উন্নয়নের জন্য আরো ১০ লাখ টাকার চেক মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দিয়েছেন এমপি সেলিম ওসমার। রবিবার ৭ অক্টোবর সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত পালকি কমিউনিটি সেন্টারে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে মোট ২৮ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহার সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো অংশ নিয়েছেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি কমান্ডার গোপি নাথ দাস, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট খোকন সাহা, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম.এ রশিদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রবিউল হোসেন, বন্দর  উপজেলার নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, মেট্রো গার্মেন্টের স্বত্তাধিকারী অমল পোদ্দার, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি আহবায়ক সরজ কুমার সাহা, হিন্দু ধর্মীয় ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর কমিটির সভাপতি দিপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিপন সরকার, রিপন ভাওয়াল, বিশ্বজিত দাস, সুশীল রায়, উত্তর কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

উল্লেখ্য ২০১৪ সালে উপনির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে এমপি সেলিম ওসমান হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা উৎসবে ২০১৪ সালে ৫৫টি পূজা মন্ডবে ১০ হাজার টাকা করে মোট ৫লাখ ৫০হাজার টাকা, ২০১৫ সালে ৬৩টি পূজা মন্ডবের প্রতিটিতে ১৫হাজার টাকা করে মোট ৯লাখ ৪৫হাজার টাকা, ২০১৬ সালে ৬০টি পূজা মন্ডের প্রতিটিতে ২০ হাজার টাকা করে মোট ১২লাখ টাকা, ২০১৭ সালে ৬৪টি পূজা মন্ডের প্রতিটিতে ২৫ হাজার টাকা করে মোট ১৬লাখ টাকা দিয়ে সহযোগীতা করেছেন। সেই ধারাবাহিকতায় ২০১৮ সালেও ৭৪টি পূজা মন্ডবের প্রতিটিতে ২৫ হাজার টাকা করে মোট ১৮লাখ ৫০হাজার টাকা দিয়ে সহযোগীতা প্রদান করা হয়েছে। গত ৪ বছরে পূজা মন্ডব গুলো মোট আর্থিক সহযোগীতার পরিমান ৬১লাখ ৪৫ হাজার টাকা।

add-content

আরও খবর

পঠিত