পূজার সময় ষড়যন্ত্র করবে, সোচ্চার থাকবেন : এড. খোকন সাহা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি পূজার সময় ষড়যন্ত্র করবে। তাই সবাই সোচ্চার থাকবেন। কেউ যেন কোন রকমের নাশকতামূলক কর্মকান্ড করতে না পারে। সামনে দেশ এক ক্লান্তিলগ্ন পার করবে। এ উৎসবকে ঘিরে একটি মহল আওয়ামীলীগ সরকারের বদনাম করার জন্য কাজ করবে। সত্যি হলেও আমরা সংখ্যালঘুরা নৈাকায় ভোট দিয়ে থাকি। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভিশন ২১ বাস্তবায়ন করতে হলে পূনরায় আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। মঙ্গলবার (২রা অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় গলাচিপা রামকানাই আখরা মন্দিরে মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমান্ডার গোপীনাথ দাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাশুদেব চক্রবর্তি। এছাড়াও আরো বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সোনারগাঁ থানা সভাপতি লোকনাথ দত্ত, প্রদিপ দাস, প্রদিপ মন্ডল, হারাধন দে, রিপন ভাওয়াল প্রমূখ।

তিনি আরও বলেন, অনেকেই দাবী করেন তাই পূজার অনুদানের জন্য শুধু এমপি সেলিম ওসামন নয়। প্রতিটা আসনের এমপির সাথে কথা বলবো। খালেদার জোট সরকারের আমলে সরাদেশে প্রায় ২ হাজার পূজামন্ডপে হামলা করা হয়েছিলো। আমরা শান্তিতে পূজাউৎসব করতে পারিনি। ধর্ম যার যার উৎসব সবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্লোগানকে সামনে রেখে আমরা শারদীয় দূর্গ উৎসব পালন করবো। শেখ হাসিনা আছেই বলতে শান্তিতে আছি। এই সরকার যেন আসে সকলে আশির্বাদ করবেন। এসময় জেলা পূজা উদযাপন কমিটিকে নিয়ে তীব্র সমালোচনা করেন নেতৃবৃন্দরা। পরে পূজা উদযাপন কমিটি গঠনের ব্যপারে তিনি বলেন, সেন্ট্রাল কমিটি গঠনের কাজ করবে। তাই এ বিষয়ে কিছু বলতে চাই না। যার যার এলাকার সমস্যা আছে লিখিতভাবে দিবেন সে বিষয়ে ডিসি সাথে কথা বলবো।

add-content

আরও খবর

পঠিত