নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : পুলিশ ও সাংবাদিক এক সঙ্গে কাজ করলে সমাজে কোন অপরাধ থাকবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ (ক) সার্কেল এসপি মেহেদী ইমরান সিদ্দিকী। আজ ১৬ই জুন বুধবার বিকালে ফতুল্লা প্রেস ক্লাবে বিদায়ী অনুষ্ঠানে তিনি এসকল কথা বলেন।
তিনি আরো বলেন, এই দেশে, এই সমাজ ভাল রাখার দায়িত্ব আমাদের। তাই আামাদের সমাজকে ভাল রাখতে আমাদেরই কাজ করজে করতে হবে। আমরা যদি ভাল মানুষদের নিয়ে কাজ করি তা হলে অপরাধীরা পালানোর পথ খুঁজে পাবে না।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি এড: সৈয়দ মশিউর রহমান শাহিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সহ- সভাপতি সেলিম মুন্সি, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক আ: আলিম লিটন, সাংস্কৃতিক সম্পাদক জি.এ রাজু, অর্থ বিষয়ক সম্পাদক মো.সেলিম, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, আবুল কালাম আজাদ, পিয়ার চাঁন, রফিক হাসান, হারুন অর রশিদ সাগর, মো: বদিউজ্জামান, মেহেদী হাসান রাসেল, মাসুদ আলী, শফিকুল ইসলাম জনি, রাকিব চৌধুরী শিশির, রাসেল মিয়া প্রমুখ। এ সময় ফতুল্লা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী (ক) সার্কেল এসপি মেহেদী ইমরান সিদ্দিকীকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।