নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার থানা পুলিশ কুখ্যাত ডাকাত সর্দার মতিউর রহমান ওরফে মতিকে (৫০) গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ১১ই জুন শুক্রবার রাতে উপজেলার উচিৎপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মতি ডাকাত উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামে মৃত হোসেন আলীর ছেলে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই)পলাশ ক্রান্তি রায় জানান, মতি কুখ্যাত ডাকাত সর্দার। সে বিভিন্ন এলাকায় ডাকাতি করে বেড়াত। ঘটনার দিন রাতে উচিৎপুরা এলাকায় জড়ো হওয়ার চেস্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আড়াইহাজার থানার (ভারপ্রাপ্ত) ওসি আনিচুর রহমান মোল্লা জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মতির বিরুদ্ধে আড়াইহাজার থানায় ৪টি ডাকাতির মামলার ওয়ারেন্ট রয়েছে।