নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশে পুলিশের কয়েকটি শীর্ষ পদেআসীন হয়েছেন নারায়ণগঞ্জের জামাতাগণ। শুধু তাই নয়, কুড়িয়ে আনছেন সুনামও। পুলিশের মহাপরিদর্শক (অঅইজিপির) জাবেদ পাটোয়ারী ফতুল্লার কাশীপুরের জামাতা। অন্যদিকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম পিপিএম প্রয়াত সাংসদ নাসিম ওসমানের জামাতা।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ফতুল্লার কাশীপুরের সরদার বাড়ির সুজন সরদার ও খালেদা বেগমের মেয়ে হাবিবা হোসেন রোজীর জামাতা। জাবেদ পাটোয়ারী দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়ের জনক। প্রচারবিমুখ ও মৃদুভাষী এ কর্মকর্তা সুনামের সঙ্গে দীর্ঘদিন চাকরি করে আসছেন।
বিসিএস পুলিশের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৬ সালে। সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান চতুর্থ এবং পুলিশের এই ব্যাচে প্রথম। জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে একজন মেধাবী ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। প্রচারবিমুখ ও মৃদুভাষী এ কর্মকর্তা সুনামের সঙ্গে দীর্ঘদিন চাকরি করে আসছেন। এসবির প্রধান হিসেবে একটানা ৯ বছর কর্মরত ছিলেন। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি এসএস সিটির দায়িত্ব পালন করেন। চাঁদপুর সদরে তার গ্রামের বাড়ি।
অন্যদিকে সম্প্রতি ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা-রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম পিপিএম কে পুরস্কৃত করা হয়। ২০১৮ সালের মে মাসে ঢাকা মহানগরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে নগদ অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম ।
ফলে নারায়ণগঞ্জের এই দুই জামাতা এ জেলার সন্তান না হলেও জেলার জন্য বেশ সুনাম বয়ে আনছেন। তাদের সাফল্যে জেলাবাসীর মুখ বেশ উজ্জ্বলও হয়েছে।