নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে কালাদী এলাকায় আল-আমিন নামে পুলিশের সোর্স ও ভোলাব তদন্ত কেন্দ্রের এএসআই রাশিদুল হাসান ইয়াবা আল আমিনের বাড়িতে ইয়াবা সেবন করছিলো। ভোলাব ফাঁড়ি পুলিশ ঐ বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাশিদুল হাসান পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশের সোর্স আল-আমিনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে ১২ অক্টোবর শনিবার রাত ৯ টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায়।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ভোলাব তদন্ত কেন্দ্রের এএসআই রাশিদুল হাসান মাদক সেবন ও তার শেল্টারে তারই সোর্স কালাদী এলাকায় মৃত জমির আলীর ছেলে আল আমিন ইয়াবা বিক্রি ও সেবন করে পুলিশের কাছে সংবাদ আসে। ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়ার পর রাশিদুল ইসলামকে বহুবার সতর্ক করার পরও সে কোন কর্নপাত করেনি।
শনিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কালাদী এলাকায় সোর্স আল আমিনের বাড়িতে অভিযান চালায়। এসময় ইয়াবা সেবনরত অবস্থায় পুলিশের ধাওয়া খেয়ে রাশিদুল পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবাসহ আল আমিনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে এএসআই রাশিদুলের ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয় এবং ২টি রামদা, নগদ ৬ হাজার ৮শ টাকা জব্দ করা হয়। আল আমিনের দেয়া তথ্য মতে আরো ২ মাদক ব্যবসায়ী কাঞ্চন এলাকার সামছুলের ছেলে অলিউর রহমান অলি ও রতন মিয়ার ছেলে শাজালালকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মাদকের সাথে জড়িত থাকার ব্যাপারে এএসআইয়ের বিরুদ্ধে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এ ঘটনায় মামলার মামলা হয়েছে।