পুলিশের এএসআইকে ছুরিকাঘাত, গ্রেফতার মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিপংকর কুমার। তার পেটে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে। পরে এলাকাবাসীর সহায়তায় মাদক ব্যবসায়ী নাজমুল (২৭) কে গ্রেফতার করা হয়। ৪ঠা আগস্ট বুধবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার বক্তাবলী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

তাছাড়া এ সময় পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যাবার সময় মাদক ব্যবসায়ী নাজমুল কে ধরতে গিয়ে ফয়সাল নামে এক পথচারী ছুরিকাঘাতে আহত হয়। গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাজমুল ফতুল্লা মডেল থানার বক্তাবলীর মানিক মিয়ার পুত্র। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছেন বলে জানা যায়।

ছুরিকাঘাতে আহত ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক দিপংকর কুমার ও পথচারী ফয়সাল কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক দিপংকর কুমার সঙ্গীয় ফোর্স সহ বক্তাবলী এলাকায় মাদক ব্যবসায়ী নাজমুল ও আলমগীর  গ্রেফতার করতে অভিযান চালায়। এ সময় সহকারী উপ-পরিদর্শক দিপংকর কুমার কে ছুরিকাঘাত করে পালিয়ে যাবার সময় ফয়সাল নামক এক পথচারী এগিয়ে এলে তাকে ও ছুরিকাঘাত করে। পরে পুলিশ ও এলাকাবাসী ধাওয়া করে মাদক ব্যবসায়ী নাজমুল কে আটক করে। তবে এ সময় নাজমুলের সহযোগি আলমগীর (৪০) পালিয়ে যেতে সক্ষম হয়।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বক্তাবলী পুলিশ ফাঁড়ি থেকে কিছুটা দূরে একটি মসজিদের কাছে  মাদক ব্যবসায়ী নাজমুল তার এক সহকারী কে নিয়ে বিপুল পরিমাণের ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক দিপংকর কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে নাজমুলকে আটক করতে অভিযান চালায়। এ সময় সাথে থাকা সুইচ গিয়ার দিয়ে দিপংকর কুমারের পেটে ছুরিকাঘাত করে নাজমুল। এরপর দ্বিতীয় দফায় ছুরিকাঘাতের চেষ্টা করলে সেটি দিপংকর হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতে মারাত্মক জখম হয়। তখন নাজমুল  ও তার সহযোগি দৌড়ে পালানোর চেষ্টাকালে এক পথচারী এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে। এ সময় এলাকাবাসীর সহায়তায় পুলিশ ২৫০ পিস ইয়াবা ও একটি সুইচ গিয়ার ছুরিসহ নাজমুলকে গ্রেফতার করা হয়। তবে পালিয়ে যায় আলমগীর। আহত দুইজন কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত পুলিশ কর্মকর্তা ও পথচারী আশংকামুক্ত বলে তিনি জানান।

add-content

আরও খবর

পঠিত