পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন : রাজন কুমার দাস

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( চাঁদপুর প্রতিনিধি ) : চাঁদপুরের মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) মতলব উত্তর থানার ডেরিভারী সেন্টারে অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের সভপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) রাজন কুমার দাস।

তিনি বলেন, পুলিশ ও জনগণের অনুপাত এখন কাঙ্খিত পর্যায়ের দিকে এগুচ্ছে। শুধু পুলিশ দিয়ে পুলিশিং করা সম্ভব না। এজন্য আমরা বলছি পুলিশই জনতা, জনতাই পুলিশ। আমরা সরকার-প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তথ্য দিই। তেমনি আপনাদের কাজ কি ? বড় জোর একজন অপরাধী কিংবা একজন মাদক ব্যবসায়ী সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়া। সেই হিসেবে বলা যায়, আপনারাও একেকজন আমার মতো গোয়েন্দার লোক। কারণ আপনারা ইন্টেলিজেন্স এর মতো পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। আমি প্রত্যেককে একেকজন পরিপূর্ণ গোয়েন্দা সদস্যের মতো ভূমিকা নিয়ে সমাজের অপরাধ নির্মূলে পুলিশকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি। মতলব উত্তর থানা এলাকায় কোন প্রকার মাদক, অপরাধ থাকবেনা, যদি সবাই পুলিশকে সহায়তা করেন। সবার সার্বিক সহায়তায় মতলব উত্তরকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে কাজ করব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া। বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি হাজী মনির হোসেন বেপারী, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র বোরহান উদ্দিন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ উল্লাহ দর্জী, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি. এর সম্পাদক নাসির উদ্দিন ফরাজী, সাংবাদিক মনিরুল ইসলাম মনির, সফিকুল ইসলাম রানা, পরিবহন মালিক শ্রমিক সমিতির সভাপতি ইউসুফ পাহাড়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন, মাওলানা মনির হোসেন। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত