পুরনো কৌশল অবলম্বন: মোবাইল ফোনে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (মোঃহৃদয়) : বর্তমানে যোগাযোগের একটি প্রধান মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। যেখানে সাধারন মানুষ যোগাযোগে ব্যস্ত সেখানে প্রতারকরা মানুষকে ঠকাতে ব্যস্ত। বর্তমানে প্রতিনিয়তই মানুষ নানাভাবে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন। মানুষকে সিম কম্পানি সেজে, জীন সেজে, লটারি কথা বলে , মৌলবী সেজে ভয় দেখিয়ে ইত্যাদি বিভিন্ন কলা-কৌশলে  মোবাইল ফোনে কথা বলে ঠকানোর চেষ্টা করে প্রতারকরা। যার ফলে অনেক সাধারন মানুষ পড়ছে প্রতারণার ফাঁদে। এক্ষেত্রে প্রতারণা থেকে রক্ষা পাওয়া মোশারফ নামে এক ব্যাক্তি নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানায়, গত ১৭ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টার সময় ০১৬৭৭৭৫১২৩২ নাম্বার থেকে ফোন আসে এবং বলে এয়ারটেল কোম্পানি থেকে ফোন দিয়েছে। আপনার ওয়ারিদ সিম  এয়ারটেল হওয়ার ৫ বছর পূর্তি অনুষ্ঠানে রাইফেল ড্র মাধ্যমে আপনি ১০০ জনের মধ্যে ২৫ তম হয়েছেন আর আপনি জিতেছেন  ৯০,০০০ হাজার টাকা । উক্ত নাম্বারটি থেকে ফোনে আরো বলে। আপনার টাকা নিতে হলে আগে আপনাকে ফরম পূরনের জন্য ৫,০০০ টাকা বিকাশে পাঠাতে হবে। উক্ত ব্যাক্তি মোশারফ প্রতারকের প্রতারণা টের পেয়ে বিভিন্ন ধরনে প্রশ্ন  করতে থাকে  এক পর্যায়ে প্রতারক প্রশ্নের কোন উত্তর দিতে না পেরে ফোন কেটে দেয় এবং পরবর্তীতে  বার বার ফোন দিলে ফোন কেটে দেয় এবং ফোন বন্ধ করে রাখে। সকলের সচেতনার জন্য বলা যাচ্ছে যে, অপরিচিত কেউ ফোন দিয়ে যদি উপরুক্ত তথ্য বিত্তিক কোন কথা বলে তাদের প্রতি সাবধান থাকুন কারন তারাই আপনাকে প্রতারক চক্রের ফাদেঁ ফেলতে পারে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত