নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : পুত্রবধূর গর্ভের শ্বশুরের সন্তান। এমন অভিযোগ তুলে স্বামীসহ পরিবারের লোকজন এই পুত্রবধূকে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছে বলে অভিযোগ ওঠেছে। আড়াইহাজার উপজেলার নারান্দি এলাকায় গত ৪ এপ্রিল ঘটে এ ঘটনা। শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত পুত্রবধূ সোমবার (৩০ এপ্রিল) রাতে আড়াইহাজার থানায় শ্বশুরকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
পুত্রবধূ তাঁর অভিযোগে উল্লেখ করেছেন, ছয় বছর আগে আনসর আলীর ছেলে বাবুর সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে তাসমিহা নামে একটি তিন বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।
বিয়ের পর থেকেই শ্বশুর আনসর আলী তাঁকে সুযোগ পেলেই উত্যক্ত করাসহ মাঝে মধ্যেই কু-প্রস্তাব দিতে থাকেন। এ নিয়ে প্রতিবাদ করলে নানাভাবে হুমকী-ধামকি দিয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, এরই জের ধরে স্বামী ও তার পরিবারের লোকজন তাসমিহা আমার শ্বশুর (আনসর আলী) এর সন্তান বলে মিথ্যা অপবাদ দিয়ে ৪এপ্রিল বাড়ি থেকে বের করে দেয়। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেও কোন লাভ হয়নি।
অভিযুক্ত শ্বশুর উপজেলার হাইজাদি ইউনিয়ণের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আলী। তিনি একই এলাকার মৃত জাবেদ আলীর ছেলে। ভূক্তভোগি ওই নারী একই উপজেলার দক্ষিনপাড়ার ছোট খামারচর এলাকার হোসন আলীর মেয়ে।
হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে মুঠোফোনে বলেন, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আনসর আলীর বিরুদ্ধে তার পুত্রবধূ আমার কাছে বিচার চেয়েছিল। ভুক্তভোগী পরে আসেনি। এতে বিষয়টি মিমাংসা করা যায়নি। তারা আসলে বিষয়টি মিমাংসা করে দেবো।
গৃহবধূর ভাই হাফিজ বলেন, এ ব্যাপারে আমি পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের অবহিত করায় আমাকে নানাভাবে হুমকী-ধামকী দেয়া হচ্ছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভোগছি।
এদিকে আনসর আলীর কাছে এ বিষয়ে জানতে তার মোবাইলে ফোন দিলে, তিনি ঘটনাটি মিথ্যা বলে ফোন কেটে দেন। পরে আবার তিনি ফোন করে বলেন বিষয়টি পারিবারিক এবং তার স্বজনরা তার বিরুদ্ধে চক্রান্ত করছে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করা হচ্ছে। প্রমাণ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।