পা‌নির সমস্যার সমাধান কর‌লেন প্রয়াত সাংসদ পত্নী পারভীন ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর থানাধীন সোনাকান্দা ঋষিপাড়া এলাকায় বসবাসরত কয়েক হাজার হিন্দু পরিবারের দীর্ঘদিনের পানি সমস্যার সমাধান করে দিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান। রবিবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিমউদ্দিন হায়দারের সাথে দেখা করে তাৎক্ষণিক এ সমস্যার সমাধানের ব্যবস্থা করেন তিনি।

রবিবার সকালে নারায়ণগঞ্জের বঙ্গবীর সংসদ ফুটবল ক্লাবের চলমান সমস্যা নিয়ে আলোচনার জন্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়ার কার্যালয়ে আসেন পারভীন ওসমান। এ সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করার সময়ে পারভীন ওসমান এডিসি জসিমউদ্দিন হায়দারকে বলেন, বন্দরের সোনাকান্দা ঋষিপাড়া এলাকায় কয়েক হাজার হিন্দু পরিবারের বসবাস কিন্তু তাদের নিরাপদ পানি সরবরাহের কোন ব্যবস্থা নেই। পানির অভাবে সেখানকার নিরিহ মানুষগুলো সীমাহীন কষ্ট করছে। পারভীন ওসমানের এই কথা শুনে এডিসি জসিমউদ্দিন হায়দার তাৎক্ষণিক বন্দরের ইউএনও পিন্টু বেপারীকে ফোন করেন এবং সোনাকান্দা ঋষিপাড়া এলাকার পানি সমস্যার বিষয়ে জানতে চান।

ইউএনও পিন্টু বেপারী এডিসিকে জানান, এলাকাটি সিটি কর্পোরেশনের অন্তর্গত। তখন এডিসি বলেন, সেখানকার কাউন্সিলরকে চায়ের দাওয়াত দিয়ে সমস্যাটি সমাধানের ব্যবস্থা করো। তখন ইউএনও বলেন, আমাদের উপজেলায় ডিপ টিউবওয়েলের ব্যবস্থা আছে, আমরা সেখান থেকে নিয়ে সোনাকান্দা ঋষিপাড়া এলাকায় স্থাপন করার ব্যবস্থা করছি শুধু ভুক্তভোগী এলাকাবাসীকে একটি লিখিত আবেদন করতে হবে। আর এভাবেই দীর্ঘদিন যাবত পানি সমস্যায় ভুগতে থাকা হত দরিদ্র ঋষিপাড়াবাসীর পানির চাহিদা পূরণ করলেন প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পত্নি পারভীন ওসমান। এ সময়ে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কতৃক বঙ্গবীর সংসদ ফুটবল ক্লাব এবং প্রমিলা ফুটবল একাডেমীর জন্যে সরকারী বরাদ্দ প্রদানের অনুরোধ করেন পারভীন ওসমান। পারভীন ওসমানের অনুরোধে বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে খুব শীঘ্রই সমাধানের আশ্বাস দেন এডিসি জসিমউদ্দিন হায়দার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বঙ্গবীর সংসদের সভাপতি সাবেক জাতীয় ফুটবলার আজমত, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের আহবায়ক শাহাদাত হোসেন রূপু, মহানগর ছাত্র সমাজের আহবায়ক শাহ আলম সবুজ প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত