পায়ু পথে মাদক পাচার, দেড় হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় ৪ মাদক ব্যবসায়িকে আটক করা হয়। আটককৃতরা হলো সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার ফরিদ (২৮), সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার মোক্তার (২৬), শিমরাইল এলাকার কবির (৩৩) এবং চট্টগ্রামের টেকনাফ এলাকার মং চাকমা (২২)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ি ফরিদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় হাজী সাহেবের বাড়ির দোতলায় অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ির কেয়ারটেকার গ্রেফতারকৃত মোক্তারের ঘর তল্লাশী করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ও কবির এবং মং চাকমাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রাসেল জানান, গ্রেফতারকৃত মং চাকমা টেকনাফ থেকে অভিনব পদ্ধতিতে ইয়াবা পাচার করে থাকে। ৪০-৫০ টি ইয়াবা নিয়ে স্কচটেপ দিয়ে পেচিয়ে ক্যাপসুলের মতো বানানো হয়। পরে তা পায়ু পথে ঢুকিয়ে নির্ভিগ্নে আইনশৃঙ্খলা বাহিনির চোখকে ফাঁকি দিয়ে পৌছে দেয়  স্থানীয় মাদক ব্যাবসায়িদের কাছে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সার্বিক) আব্দুস সাত্তার মিয়া ঘটনার সত্যতা স্বিকার করে জানান, ১ হাজার ৫০০ পিছ ইয়াবা সহ চারজন মাদক ব্যাবসায়ি আটক করা হয়েছে। তাদের ব্যাপারে মাদকদ্রব্য আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত