নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি মো. মুরাদ হোসেন মুন্নার উদ্যোগে পারভীন ওসমান সহ তার পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ২১ সেপ্টেম্বর সোমবার শিবু মাকেট দরগা বাড়ী জামে মসজিদে বাদ মাগরীব এই দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে বক্তব্যে মো. মুরাদ হোসেন মুন্না বলেন, ওসমান পরিবারের পুত্রবধূরাও মানুষের সেবায় পিছিয়ে নেই। দেশের এই ক্রান্তিলগ্নে করোনাকালীন সময়েও নিজেদের সর্বাত্মক চেষ্টা দিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী।
তিনি আরো বলেন, আজ সেই জনকল্যাণমুখী ওসমান পরিবারের পুত্রবধূসহ পরিবারের অনেক সদস্যই অসুস্থ। তাদের অসুস্থতা নারায়ণগঞ্জবাসী খুব চিন্তিত। প্রয়াত এমপি নাসিম ওসমান ভাইয়ের স্ত্রী পারভীন ওসমান সহ পরিবার এর সকল সদস্যের সুস্থতায় আমি সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি। এ সময় দোয়া পরিচালনা করেন লামাপাড়া দরগাহ বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র সমাজের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. শাহাদাত হোসেন রুপু জাতীয় ছাত্র সমাজের নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি শাহ্ আলম সবুজ, জাতীয় ছাত্র সমাজ এর যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান তুহিন, সদর উপজেলা আহ্বায়ক ওসমান গনি জুয়েল, সদস্য সচিব নাফিস রহমান, যুগ্ম আহ্বায়ক লোকমান সরকার টিটু, রুবেল হাসান শুভ, আবু সায়েম অনিক, সোহান, শাওন, আল আমিন, সুমন, ইমরান, সাইদুল সহ জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।