পাগলা শাখার নির্বাচন হবে সুষ্ঠ ও নিরপেক্ষ : পলাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা সংবাদ দাতা) : জাতীয় শ্রমিকলীগের শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ বলেছেন, আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন সম্পৃক্ত না হলে বাংলার কোন পরিবহন আন্দোলনে সফলতা আসে না। আর পাগলা শাখা ছাড়া আন্তজেলার ট্রাক চালক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচী জমে উঠেনা। ২৪ই জানুয়ারী বুধবার সন্ধায় বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার ত্রি-বাষিক নির্বাচন উপলক্ষে ফতুল্লার নন্দলালপুলে নন্দলালপুর ট্রান্সপোর্ট এজেন্সি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমিকনেতা পলাশ আরো বলেন, আমার এই সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। আন্তজেলা ট্রাক চালক ইউনিয়ন আন্দোলন করে চালকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। কোন সরকারের পতন কিংবা বসানোর জন্য এই সংগঠন আন্দোলন করে না। ঐতিহ্যবাহী পাগলা শাখার নির্বাচন আগামী ২রা ফেব্রয়ারি। নির্বাচন হবে সুষ্ঠ ও নিরপেক্ষ। নির্বাচনে সকল ভোটারদের স্বতুস্ফুর্ত ভাবে অংশ গ্রহনের অনুরোধ করেন প্রধান অতিথি শ্রমিক নেতা পলাশ।

নন্দলালপুর ট্রান্সপোর্ট এজেন্সির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মজিবুর রহমান, হাজী সুলতান মাহমুদ ও শাহ আলম। এছাড়া এই নির্বাচনী সভায় প্রতিটি পদের পদপ্রার্থীরা একেএক পরিচিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

add-content

আরও খবর

পঠিত