পাখির ধাক্কায় বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : রাজস্থান রাজ্যের বিকানির শহরের কাছে মিগ-২১ নামে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার এই ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় রক্ষা পেয়েছেন বিমানটির পাইলট।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, নাল এয়ারবেস থেকে বিমানটি উড্ডয়নের পরেই এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে পাখির ধাক্কায় এই ঘটনা ঘটতে পারে। এ দুর্ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একজন কর্নেলকে।

প্রসঙ্গত, এই মিগ-২১ বিমান থেকে মিসাইল ছুঁড়েই পাক বিমান ধ্বংস করে দেন পাইলট অভিনন্দন। গত ২৭ ফেব্রুয়ারি তিনি পাকিস্তানের যুদ্ধবিমানকে তাড়া করতে মিগ-২১ নিয়েই ছুটে যান। কিন্তু পাকিস্তানের ওপারে মিগ-২১ ক্রাশ করে যাওয়াতে পাকিস্তানের দিকে পড়ে যান বায়ুসেনার এই এয়ারকমান্ডার।

সামরিক পর্যবেক্ষকরা বলছেন, অভিনন্দনই প্রথম পাইলট, যিনি মিগ যুদ্ধবিমান নিয়ে ধ্বংস করেছেন মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। এর আগে কোনো মিগ বিমান এত বড় সাহসিকতা দেখাতে পারেনি।

add-content

আরও খবর

পঠিত