পাওনাদারের উপর হামলার অভিযোগে লিমন গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. মোশাঈদ রহমান মুকিত নামে এক পাওনাদারের উপর হামলার অভিযোগে তরিকুল ইসলাম লিমনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ই জুন রবিবার বিকালে তাকে মাসদাইর শেরে বাংলা সড়কের বাসা থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান।

মো. মোশাঈদ রহমান মুকিত জানায়, দীর্ঘদিন ধরে তার কাছ থেকে ব্যবসায়ী কাজের কথা বলে আড়াই লাখ টাকা নিয়ে যায়। এরপর বিগত কয়েক মাস ধরে এ পাওনা টাকা চাইলে তাকে হুমকী দিয়ে আসছিলো। পরে ঘটনার দিন বিকালে তরিকুল ইসলাম লিমনের বাসায় পাওনা টাকা চাইতে গেলে মুকিতের উপর একটি ধারালো চাপাতি নিয়ে লিমন আঘাত করে। এ সময় তার সাথে থাকা আরেকজনের গায়ে লাগলে সে কিছুটা আহত হয়। পরে মুকিত নিজেকে রক্ষা করে পুলিশের সহযোগীতা নেয়। ঘটনাস্থলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও মারামারিসহ নানা অপকর্ম করে বেড়াত তরিকুল ইসলাম লিমন। বিষয়টি সম্প্রতি আজমেরী ওসমান জানতে পেরে লিমনকে দূরে সরিয়ে দেয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, তরিকুল ইসলাম লিমনকে গ্রেফতার করা হয়েছে। সে তামাকপট্টি এলাকার মো. মোশাঈদ রহমান মুকিত নামের একজনের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা নিয়ে আর দেয়নি। আজ পাওনা টাকা চাইতে গেলে তার উপর হামলা চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিমনকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। মামলা রুজু হচ্ছে, পুলিশ আনগত ব্যবস্থা নিচ্ছে।

add-content

আরও খবর

পঠিত