নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট স্কুলে ব্যতিক্রম প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে রোটারী ক্লাব অব ফতুল্লা নারায়ণগঞ্জ। ২৫শে জুন শনিবার রোটারী কমফোর্ট সেন্টার উদ্বোধন করেছেন রোটারী জেলা গভর্ণর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। এর ফলে এ স্কুলের শিক্ষার্থীরা আলাদাভাবে আধুনিক নানাবিধ সুবিধাসহ শৌচাগার ব্যবহার করতে পারবে।
এ প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। যা রোটারী ক্লাব অব ফতুল্লা ও পাইলট স্কুল যোগান দিয়েছে। এ কমফোর্ট সেন্টার ছাত্র ও ছাত্রীরা আলাদাভাবে ব্যবহার করতে পারবে। ২ ইউনিটের এ সেন্টারে রয়েছে ৪টি করে টয়লেট, পোশাক পরিবর্তনের জায়গা, হাত ধোয়ার বেসিন, লুকিং গ্লাস আধুনিক নানা সুবিধা। এর নির্মাণ শৈলীতেও রয়েছে নান্দনিকতা।
উদ্বোধনকালে প্রধান অতিথি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, সারা দেশে আমরা জরিপ করে অনেক স্কুলের শৌচাগারের করুণ চিত্র দেখেছি। বিভিন্ন স্কুলে আধুনিক মানসম্পন্ন টয়লেট বা ওয়াশরুম না থাকায় ছাত্রীরা স্কুলে গিয়ে বিড়ম্বনায় পড়ে। অনেক সময়ে তারা স্কুলে যায় না। আবার বিশেষ পিরিয়ডের সময়ে তারা স্কুল কামাই করে। অনেক শিক্ষার্থী স্কুলে গেলেও পানি পান কম করে যাতে টয়লেটে যেতে না হয়। এসব বিষয়ে মাথায় রেখে রোটারী ক্লাব শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে সারা দেশে ৬শ স্কুল, কলেজ ও মাদ্রাসায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কমফোর্ট সেন্টার তৈরীর উদ্যোগ নিয়েছে। এ প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলায় ২৪টি ক্লাবের মধ্যে ২টি ক্লাব এ প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রথম প্রকল্প বন্দর উপজেলার মদনপুরে একটি মাদ্রাসায় রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন বাস্তবায়ন করে। আর ২য় প্রকল্প ফতুল্লা পাইলট স্কুলে রোটারী ক্লাব অব ফতুল্লা, নারায়ণগঞ্জ বাস্তবায়ন করেছে। পাইলট স্কুলের প্রজেক্ট চেয়ারম্যান ছিলেন পিপি এমএ মোতালেব (এমপিএইচএফ)।
পাইলট স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ছাড়াও রোটারী ক্লাব অব ফতুল্লা, নারায়ণগঞ্জের প্রেসিডেন্ট আব্দুস সালাম বেপারীর সঞ্চালনায় গতকাল এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি লে. গভর্ণর পিপি কবীর হোসেন পারভেজ (এমপিএইচএফ), পিপি আব্দুস সাত্তার চৌধুরী (পিএইপএফ), পিপি আসাদুজ্জামান আসাদ (এমপিএইচএফ), আইপিপি শহীদুল আলম বাপ্পী (পিএইচএফ), ভাইস প্রেসিডেন্ট জামালউদ্দিন (পিএইচএফ), প্রেসিডেন্ট (ইলেক্ট) তোফায়েল আহমেদ সরকার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।