নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত ও পাঁচ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুদ্দুস ভূইয়া (৫০) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ই জ্নু বৃহস্পতিবার দুপুরে তাকে ফতুল্লা থানার ধর্মগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কুদ্দুস ভূইয়া ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর এলাকার মৃত আমজাদ আলী ভূইয়ার পুত্র।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শামীম সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকায় অভিযান চালিয়ে তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত ও পাঁচ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুদ্দুস ভূইয়া কে গ্রেফতার করা হয়।