পরীক্ষার খাতা নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় হল সুপারসহ আহত-৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে পিএসসি পরীক্ষা শেষে খাতা নিয়ে শিক্ষা অফিসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হল সুপারসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ২টায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন বলেন, সুলতানসাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষার খাতা নিয়ে একটি অটোরিকশা দিয়ে ওই কেন্দ্রের হল সুপার মো. এমদাদ, সহকারী হল সুপার সাহিদা বেগম ও কনস্টেবল ফজলু মিয়া উপজেলা শিক্ষা অফিসে ফিরছিলেন।

তখন তাদের বহন করা গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে যান। কনস্টেবল ফজলু মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে জবেদ আলী হাসপাতালে পাঠানো হয়। বাকি দুইজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। খবর পেয়ে সহকারী শিক্ষা অফিসার মো. আলী আকবর সিকদার ও শিক্ষক নেতা রাসেল মিয়া হাসপাতালে ছুটে যান।

add-content

আরও খবর

পঠিত