পরিপক্ক রাজনীতিবিদ পারভীন ওসমান : লাঙ্গল প্রতীক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সুকৌশলী বক্তব্যে একজন পরিপক্ক রাজনীতিবিদের ভূমিকায় দেখা গেল প্রয়াত এমপি নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমানকে। ১৭ সেপ্টেম্বর সোমবার জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায়  ৪ বারের এমপির স্ত্রী হিসেবে সে তার যোগ্যতার প্রমান বক্তব্যে ফুটে উঠিয়েছে। টানা প্রায় ১৮ মিনিটের বক্তব্যে কোন জড়তা দেখা গেল না। তার বক্তব্যে ছিলো না কারো বিরুদ্ধাচারণ, মুখে উচ্চারণ করেননি কারো নামও। ছিলো না উস্কানী কিংবা কোনও অশালীন বক্তব্য। কয়দিন আগে একজন এমপি পারভীন ওসমানকে নিয়ে সমালোচনা করলেও সেই সমালোচনার জবাবও দেননি তিনি। যর কারণে সভাস্থলেই নেতার্মীদের মাঝে প্রশংসা ও আলোচনার ঝড় বইতে থাকে।

উল্টো পারভীন ওসমান একাধিকবার সকলকে অনুরোধ করেছেন, কারো বিরুদ্ধাচারণ নয়। কারো সঙ্গে রেষারেষিও নয়। দলের চেয়ারম্যান কাজ করতে বলেছেন আমরা কাজ করব। নাসিম ওসমানকে যারা ভালবেসে আমার সঙ্গে আসবেন তাদেরকে নিয়েই কাজ করব। যে কারনে জাতীয়পার্টির নেতাকর্মীরা বলছেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার দাবিতে যার স্বামী বাসরঘর থেকে চলে যেতে পারেন সেই নববধূ সহধর্মিনী একজন আপাদমস্তক রাজনীতিবিদ হবেন সেটাই স্বাভাবিক। তাছাড়া তার স্বামী নাসিম ওসমান ছিলেন ৪ বারের এমপি। ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।

১৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে নারায়ণগঞ্জের জাতীয়পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পারভীন ওসমান।  নারায়ণগঞ্জ ক্লাবের ৪র্থ তলায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকের প্রশ্নের জবাবও দেন তিনি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পারভীন ওসমান বলেন, যেহেতু জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ আমাকে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে লাঙ্গলের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন সেহেতু আমি আশা করতেই পারি লাঙ্গল প্রতীক আমাকে দিবেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কারো বিরুদ্ধে কথা বলা বা কারো বিররুদ্ধাচরণ করতে চাইনা। জাতীয়পার্টির চেয়ারম্যান আমাকে নির্দেশনা দিয়েছেন আমি সেই নির্দেশ মত দলের পক্ষে কাজ করতে নেমেছি। আমি প্রতিদিন বিভিন্ন এলাকায় যাবে। প্রতিদিন ২ থেকে ৩টি করে উঠান  বৈঠক করব। কোন রেষারেষি নয়। আমরা আমাদের মত করে দলের জন্য কাজ করব। যারা নাসিম ওসমানকে ভালোবাসে তারা কাজ করবে, না আসলেও কাউকে কিছু বলবেন না।

এর আগে পারভীন ওসমান জাতীয়পার্টির নেতাকর্মীদের বক্তব্য শুনেন। সকল বক্তারাই পারভীন ওসমানের পক্ষে শ্লোগান দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার হাতেই লাঙ্গল প্রতীকে তুলে দেয়ার দাবি জানান নেতাকর্মীরা। এছাড়াও একজন এমপি’র বক্তব্যের রেষ ধরে সভাস্থলে বলে ফেলেন, যারা বলেন উড়ে এসে জুড়ে বসার কথা তারা নিজেরাই ভাবেন, কে উড়ে এসে বসেছে !

ওই সময় পারভীন ওসমান তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের নেতা প্রয়াত নাসিম ওসমান। তিনি ছিলেন গণমানুষের নেতা, গরীবের বন্ধু। তিনি আপনাদের খোজ খবর রাখতেন। আপনাদের পাশে সব সময় ছিলেন। আপনারা গত ৪  বছর ধরে তার ডাক শুনতে পাননি। আপনারা তার সংস্পর্শ থেকে বঞ্চিত হয়েছেন। তার ভালবাসা থেকে বঞ্চিত হয়েছেন। উনার মৃত্যুর পরেও আপনারা তাকে আপনার মনে বাচিঁয়ে রেখেছেন। আপনারা নাসিম ওসমানকে এতটা ভালবাসেন তাই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ৩০ এপ্রিল থেকে আপনাদের কাছে গিয়ে দেখেছি আপনারা নাসিম ওসমান ও তার পরিবারকে কতটা ভালবাসেন। আপনাদের এই ভালবাসার প্রতিদান আমরা দিতে পারব না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমি কারো বিরুদ্ধে কোন কথা বলতে চাইনা। আপনারাও কারো সাথে রেষারেষিতে যাবে না। প্রতিটি এলাকায় আমি উঠান বৈঠক করব। প্রতিটি এলাকায় নেতা থাকে। আপনারা একা নন। কেউ আসতে চাইলে আমার সঙ্গে করবে। কিন্তু আপনারা কারো সঙ্গে রেষারেষিতে যাবে না। আমাদের জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আমাকে দলের পক্ষে লাঙ্গলের পক্ষে কাজ করতে বলেছেন আমি আমাদের সঙ্গে নিয়ে তার নির্দেশ মত দলের জন্য লাঙ্গলের জন্য কাজ করব।

নারায়ণগঞ্জের সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সকল সাংবাদিকদের সহযোগীতা চেয়ে পারভীন ওসমান বলেন, সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের লেখুনীর মাধ্যমে প্রয়াত গণমানুষের নেতা নাসিম ওসমানের কর্মকান্ড তুলে ধরে মানুষের মাঝে বাচিঁয়ে রাখছেন। নাসিম ওসমানের উন্নয়ন কর্মকান্ডের ছবি প্রকাশ করে তাকে জনগণের মাঝে তুলে ধরছেন। নারায়ণগঞ্জের ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সত্য ঘটনাগুলো তুলে ধরছেন। সেই সঙ্গে যেসব রিপোর্টার ও ফটো সাংবাদিকেরা  রৌদ বৃষ্টি উপেক্ষা করে আমাদের খবরগুলো মানুষের মাঝে পৌছে দিচ্ছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে দাবি রইলো আপনারা সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন এবং কারো বিরুদ্ধে কোন মিথ্যাচার বা কটু কথা প্রকাশ করবেন না। আমি প্রতিদিন উঠান বৈঠক করব। এখানে কারো বিরুদ্ধাচারণ নয়। যারা নাসিম ওসমানকে ভালবাসে তাদের সকলকে নিয়ে আমি জাতীয়পার্টির চেয়ারম্যানের নির্দেশ পালন করব। দলের জন্য কাজ করব। তাই সাংবাদিকদের সহযোগীতা চাই। পরে তিনি এ আসনের প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উঠান বৈঠকের তালিকা প্রস্তুতি করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয়পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক আজিজ, সদর উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেন, জাতীয়পার্টির নেতা আব্দুল কাদির, মহানগর যুব বিষয়ক সস্পাদক মো. ইরান, মহীলা নেত্রী শারমিন ইসলাম সহ জাপা’র অঙ্গসংগঠন ও নারায়ণগঞ্জ-৫ আসনের বিভিন্ন এলাকা থেকে আগত শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।

add-content

আরও খবর

পঠিত