পরিচয় পাওয়া বাকি নিহত দুই জঙ্গির মাধ্যমেই ঐ বাড়িতে উঠে মাস্টারমাইন্ড তামিম

নারাযণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অপারেশন  হিট স্ট্রং ২৭-এ নিহত বাকি দুই জঙ্গির নাম পাওয়া গেছে। একজনের নাম মানিক (৩৫)। আরেকজন ইকবাল (২৫)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের এক সদস্য প্রাথমিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা শনিবারের অভিযানে সম্পন্নের পর  তিনি নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানান, তাৎক্ষণিকভাবে মানিকের পরিচয় বিস্তারিত জানা যায়নি। গত ঈদের আগে মানিক দুই কক্ষের ওই বাসাটি ভাড়া নিয়েছিল। তার মাধ্যমেই ঐ বাড়িতে ঠে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরী।

ওই কর্মকর্তা আরও জানান, কল্যানপুর থেকে গ্রেফতার হওয়া রিগ্যানকে নিহত মানিক ও ইকবালের ছবি দেখানো হয়েছে। রিগ্যান তাদের পরিচয় নিশ্চিত করেছে। তিনি আরও জানান, কল্যানপুরের অভিযানের সময় ইকবাল একে-২২ রাইফেল নিয়ে পালিয়েছিল। শনিবারের অভিযানে ওই রাইফেলটি পাওয়া গেছে।

উল্লেখ্য, পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের সদস্যরা। অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত